ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শরীয়তপুর সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদের পরিচিত সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২৪
শরীয়তপুর সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদের পরিচিত সভা শরীয়তপুর সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদের পরিচিত সভা

শরীয়তপুর: শরীয়তপুর সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদের পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ অক্টোবর) বিকেলে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।



জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি জীবন আহমেদ নান্টুর সভাপতিত্বে এবং ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আক্তারুজ্জামান সম্রাটের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সামাজিক নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সী।

বিশেষ অতিথি ছিলেন, জেলা গণঅধিকার পরিষদের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট খবির হোসেন, সদস্য সচিব ডা. শাহজালাল সাজু, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ইমরান নাজির।

বক্তব্য রাখেন, সাংবাদিক মো. রোমান আকন্দ, যুব অধিকার পরিষদের এবি হান্নান, কাওসার আহমেদ প্রমুখ।

সভায় শরীয়তপুর সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইব্রাহিম মোল্যা ও সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদের নেতৃত্বাধীন ৪৭ সদস্য বিশিষ্ট কমিটির নেতারা পরিচয় করিয়ে দেওয়া হয়।

এ সময় সংগঠনের বিপুল সংখ্যক নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।