ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় বাংলাদেশিকে হত্যা করে মরদেহ নিয়ে গেছে বিএসএফ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৪
কুমিল্লায় বাংলাদেশিকে হত্যা করে মরদেহ নিয়ে গেছে বিএসএফ  ছবি: সংগৃহীত

কুমিল্লা: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। গুলি করে হত্যার পরে মরদেহটি নিয়ে গেছে তারা।

 

সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের পাহাড়পুরের কাছে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। গভীর রাতে বিষয়টি জানাজানি হয়।

স্থানীয় জানায়, সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়রা সীমান্ত এলাকায় গুলির শব্দ শুনতে পান। পরে জানা যায়, সেটি ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার ধনপুর তেতুইয়ামুড়া সীমান্তের। সেখানে এক বাংলাদেশি যুবক বিএসএফের গুলিতে নিহত হয়েছেন। ওই যুবকের নাম কামাল হোসেন (৩২)। তিনি বাংলাদেশের কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের কুড়িয়াপাড়া ফকিরমুড়া এলাকার ইঁদু মিয়ার ছেলে।

জানা গেছে, এই ঘটনার পর বিজিবি ও বিএসএফের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বিএসএফ ওই যুবকের মরদেহ অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায়।

১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইফতেখার হোসেন বলেন, এ ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি। তবে আমরা এখনো বলতে পারছি না, ওই যুবক কেন বা কীভাবে সেখানে গেল। মঙ্গলবার দুপুর ১২টায় ময়নাতদন্ত শেষে তার মরদেহ ফেরত দেওয়া হবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।