ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

এলিফ্যান্ট রোডে ট্রাকের ধাক্কায় যুবক নিহত 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৪
এলিফ্যান্ট রোডে ট্রাকের ধাক্কায় যুবক নিহত 

ঢাকা: রাজধানীর এলিফ্যান্ট রোডে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ফুয়াদ হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।  

শুক্রবার (১১ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত ১২টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাড়ি ভোলার লালমোহন উপজেলায়। বাবার নাম বিল্লাল মৃধা।

নিহতের আত্মীয় মাসুম মিয়া জানান, আড়াই বছর বয়সি এক ছেলে ও স্ত্রী নিয়ে রাজধানীর যাত্রাবাড়ী কাজলা এলাকায় থাকেন ফুয়াদ। মোহাম্মদপুরে আল নূর চক্ষু হাসপাতালের গাড়িচালক তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় ডিউটি শেষ করে নিজের মোটরসাইকেল নিয়ে অফিস থেকে বাসার উদ্দেশে রওনা হন। পথে নিউমার্কেট থানাধীন এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান মার্কেটের সামনে রাস্তায় একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়লে ওই ট্রাকের নিচেই পৃষ্ট হন ফুয়াদ। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় সেখানে রাতে তার মৃত্যু হয়।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৪
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।