ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৪
মেহেরপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু প্রতীকী ছবি

মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলায় পৃথক দুটি স্থানে বজ্রপাতের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যার আগে উপজেলার দফরপুর ও সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে।  

বজ্রপাতে মৃত দুজন হলেন- দফরপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে রাফিজ (২৩) ও সোনাপুর গ্রামের আব্দুর রশিদ।  

আর আহত ব্যক্তির হলেন- সোনাপুর গ্রামের আব্দুল মান্নান। তিনি মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যার আগে মেহেরপুরের কিছু গ্রামে বৃষ্টি শুরু হয়। এ সময় দফরপুর গ্রামের রাফিজ তার পোষা কবুতরের খোঁজে বাড়ির পাশে মাঠে গেলে বজ্রপাতের তার মৃত্যু হয়।

অপরদিকে, একই উপজেলার সোনাপুর গ্রামের মাঠে কৃষিকাজ করছিলেন রশিদ ও মান্নান। এ সময় বজ্রপাতে রশিদের মৃত্যু হয় এবং আহত হন মান্নান। মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মান্নান।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।