ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভারতে পালাতে গিয়ে সীমান্তে সাবেক যুগ্ম সচিব আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৪
ভারতে পালাতে গিয়ে সীমান্তে সাবেক যুগ্ম সচিব আটক

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় জাতীয় সংসদ সচিবালয়ের সাবেক যুগ্ম সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদারকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার পুটিয়া নামক এলাকায় সালদা নদী বিওপির টহল দল তাকে আটক করে।

বিকেলে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

তিনি জানান, দুপুরে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) আওতাধীন সালদা নদী বিওপির দল টহল দিচ্ছিল। এ সময় আন্তর্জাতিক সীমারেখা সীমান্ত পিলার ২০৫০/৮-এস থেকে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুটিয়া নামক স্থানে ভারতে অনুপ্রবেশের জন্য ঘোরাঘুরি করার সময় এ কে এম জি কিবরিয়া মজুমদার নামে একজনকে আটক করে।

পরে জিজ্ঞাসাবাদে জানা যায় কিবরিয়া মজুমদার জাতীয় সংসদের সাবকে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর অধীনে যুগ্ম সচিব হিসেবে কর্মরত ছিলেন। তিনি সম্প্রতি ঘটে যাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সক্রিয়ভাবে বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপে সংশ্লিষ্টতার কারণে ভারতে অনুপ্রবেশের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় আসেন।

বিজিবি অধিনায়ক আরও জানান, আটক সাবেক যুগ্ম সচিব কিবরিয়া মজুমদারের বিরুদ্ধে পাসপোর্ট ছাড়া অবৈধভাবে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের চেষ্টা করার দায়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৪
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।