ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

১০ লাখ টাকা মুক্তিপণ না দেওয়ায় অপহৃত শিশুকে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৪
১০ লাখ টাকা মুক্তিপণ না দেওয়ায় অপহৃত শিশুকে হত্যা

টাঙ্গাইল: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার গাঙ্গাপাড়া গ্রামের পুলিশ কর্মকর্তা খন্দকার রাসেলের একমাত্র সন্তান রাহেনুল ইসলাম আরাফকে (৬) অপহরণের পর ১০ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে হত্যার অভিযোগ উঠেছে।  

শনিবার (১২ অক্টোবর) দুপুরে কালিয়াকৈর উপজেলার হাইটেক পার্কের নিকট থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ৮ অক্টোবর আরাফকে বাড়ি থেকে অপহরণ করা হয়।

এ ঘটনায় শুক্রবার গোপালপুর থানায় অপহরণ মামলা হলে পুলিশ উপজেলার নবধুলটিয়া গ্রামের আতাউর রহমানের ছেলে নুরনবী ও ব্রাহ্মনবাড়ীয়া সদর উপজেলার শরীফপুর গ্রামের আব্দুর কাদিরের ছেলে মোকাব্বির হোসেনকে গ্রেপ্তার করে।

মামলার বাদী আরাফের দাদা নাসির উদ্দীন জানান, তার ছেলে খন্দকার রাসেল পাকুন্দিয়া থানায় কর্মরত উপ-পরিদর্শক। স্ত্রী সন্তান গ্রামের বাড়িতে থাকেন। ঘটনার দিন চকোলেট এবং চিপসের লোভ দেখিয়ে আরাফকে কৌশলে অপহরণ করা হয়। অপহরণের পর দুর্বৃত্তরা পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না পেয়ে আরাফকে হত্যা করে।
 
মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ নুরনবীকে প্রথম আটক করে। তার স্বীকারোক্তি মোতাবেক ব্রাহ্মণবাড়ীয়া সদর উপজলার শরীফপুর গ্রামে অভিযান চালিয়ে অপর আসামি মোকাব্বির হোসেনকে আটক করা হয়। তাদেরকে আদালতে চালান দিলে আদালত চারদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। রিমান্ডে আসামিরা কালিয়াকৈর রেলস্টেশনের কাছে শিশুটি হত্যার কথা স্বীকার করে। পরে আসামিদের নিয়ে কালিয়াকৈর উপজেলার হাইটেক পার্ক থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে।  পরে গাজীপুরের তাজউদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।