ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কৃষকদলের কেন্দ্রীয় নেতার গাড়িবহরে বোমা হামলা-গুলি, আহত ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৪
কৃষকদলের কেন্দ্রীয় নেতার গাড়িবহরে বোমা হামলা-গুলি, আহত ৬ ইনসেটে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কর্নেল (অব.) এসএম ফয়সাল

শরীয়তপুর: পূজামণ্ডপ পরিদর্শন শেষে বাড়ি ফেরার পথে শরীয়তপুরের নড়িয়ায় কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কর্নেল (অব.) এসএম ফয়সালের গাড়ি বহরের ওপর বোমা হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় ৬ জন আহত হয়েছেন।

আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।  
শনিবার (১২ অক্টোবর) রাত ১২টার দিকে নড়িয়া উপজেলার মাজেদা শওকত আলী হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।  

নড়িয়া থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে কর্নেল (অব.) এসএম ফয়সালের গাড়ি বহর নিয়ে নড়িয়া ও সখিপুর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বের হন। রাত ১০টার নড়িয়া উপজেলার ভোজেশ্বর এলাকার মণ্ডপ পরিদর্শন শেষে রাত ১২ টার দিকে নড়িয়া উপজেলা সদরের মাজেদা শওকত আলী হাসপাতাল এলাকা অতিক্রম করার সময় রাতের অন্ধকারে মুখোশধারী শতাধিক লোকজন মোটরসাইকেল নিয়ে এসে হামলা চালায়। এ সময় হামলাকারীরা ককটেল নিক্ষেপ ও গুলিবর্ষণ শুরু করে। এতে ৬ জন আহত হয়। এ সময় নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কর্নেল (অব.) এসএম ফয়সাল বলেন, দুর্বৃত্তরা আমাদের গাড়ি বহরে হামলা করেছে। আমি বিষয়টি নড়িয়া থানার ওসিকে জানিয়েছি। এ বিষয়ে আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করব।

নড়িয়া থানার ওসি মুহা. আসলাম উদ্দিন মোল্লা বলেন, আমরা ম্যাসেজ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছি। সেখান থেকে একটি ককটেলে মোড়ানো লাল স্কচটেপ উদ্ধার করি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।  

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।