ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে নিখোঁজ হওয়ার একদিন পর নদীতে মিলল শিশুর মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৪
আড়াইহাজারে নিখোঁজ হওয়ার একদিন পর নদীতে মিলল শিশুর মরদেহ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিখোঁজ হওয়ার একদিন পর বাড়ির পাশে নদী থেকে ৬ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে মরদেহ উদ্ধারের পর কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে রোববার (১৩ অক্টোবর) দুপুর ১২টা থেকে নিখোঁজ ছিল শিশুটি।

নিহত শিশুর নাম তালহা বিন গোলাম কিবরিয়া (৬)। সে কড়ুইতলা গ্রামের ডা. গোলাম কিবরিয়ার ছেলে।

এর আগে নিখোঁজ শিশুর সন্ধানে সোমবার সকাল থেকে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি চালায়। পরে দুপুরে মরদেহ পাওয়া যায়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়ার পর থেকে পুলিশ তল্লাশি অব্যাহত রাখে। দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়দের সহায়তায় মরদেহ বাড়ির পাশে নদীর কচুরিপানার নিচ থেকে উদ্ধার করা হয়। কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৪
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।