ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় ২১ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন উদ্ধার, আটক ২

অতিথি করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৪
আশুলিয়ায় ২১ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন উদ্ধার, আটক ২

ঢাকা: সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ২১ লাখ টাকার অবৈধ পলিথিনসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। আটক করা হয়েছে ট্রাক চালক ও তার সহযোগীকে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেল ৪ টার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন আশুলিয়া থানার কর্মকর্তা ইন্সপেক্টর আবু বক্কর সিদ্দিক। এর আগে সোমবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকা আরিচা মহাসড়কের নবীনগর এলাকা থেকে ট্রাকটি জব্দ করে অবৈধ পলিথিন জব্দ করে পুলিশ।

আটক ট্রাক চালক বগুড়া জেলার আদমদিঘী থানার সান্তাহার গ্রামের আব্দুর রশিদের ছেলে রাব্বি হোসেন (২৩) ও চালকের সহযোগী একই এলাকার ডহরপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে তামিম হোসেন (২২)।

পুলিশ জানায়, গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা আরিচা মহাসড়কে অভিযান চালিয়ে একটি ট্রাক আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ১১৬ বস্তা নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। পরে ট্রাক চালক ও তার সহযোগীকে আটক করে পুলিশ।

আশুলিয়া থানার ইন্সপেক্টর আবু বক্কর সিদ্দিক বাংলানিউজকে বলেন, ট্রাকটি ঢাকার কোনো এক কারখানায় নিষিদ্ধ পলিথিন লোড করে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে বগুড়ার উদ্দেশ্যে যাচ্ছিল। তথ্য পেয়ে পুলিশ ট্রাকটি ধাওয়া দিয়ে আটক করতে সক্ষম হয়। পরে তল্লাশি করে প্রায় দশ টন ওজনের সাড়ে ২১ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন উদ্ধার করে পুলিশ। এসব পলিথিন ১১৬টি বস্তায় ভরে নিয়ে যাওয়া হচ্ছিল। এ ঘটনায় ট্রাক চালকসহ দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।