ঢাকা, বুধবার, ৩ পৌষ ১৪৩১, ১৮ ডিসেম্বর ২০২৪, ১৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আদালত থেকে চুরির মামলার আসামির পলায়ন, ৭ পুলিশ প্রত্যাহার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪
আদালত থেকে চুরির মামলার আসামির পলায়ন, ৭ পুলিশ প্রত্যাহার

খুলনা: খুলনায় আদালত থেকে চুরির মামলার আসামি হৃদয় সরদার পালিয়ে যাওয়ার ঘটনায় কোর্ট পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কৃপাসিন্দুসহ চার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও দুই কনস্টেবলকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে খুলনা মহানগর হাকিম আদালত চত্বর থেকে দৌড়ে পালিয়ে যান হৃদয় সরদার।

পালানোর তিন ঘণ্টার মাথায় দুপুর ২টায় বাসে করে বাগেরহাট পালানোর সময় কাটাখালি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ২০২৩ সালের একটি চুরি মামলায় হৃদয় সরদারকে গত ১০ জুলাই দৌলতপুর থানা পুলিশ পাবলা দত্ত বাড়ি থেকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়। বৃহস্পতিবার কারাগার থেকে মামলার হাজিরা দিতে তাকে খুলনা মেট্রোপলিটন আদালত চত্বরে নেওয়ার পথে ১১টার দিকে তিনি দৌঁড়ে পালিয়ে যান। এ ঘটনায় পুলিশকে সর্তক করে নিরাপত্তা জোরদার ও চেক পোস্ট বসানো হয়। বাগেরহাটের দিকে বাসে পালানোর সময় দুপুর ২টার দিকে হৃদয়কে কাটাখালি চেকপোস্টে ফকিরহাট থানা পুলিশ আটক করে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার প্রসিকিউশন মনিরা সুলতানা বলেন, আদালত থেকে চুরির মামলার আসামি হৃদয় সরদার পালানোর ঘটনায় সাত পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪
এমআরএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।