ঢাকা, রবিবার, ৪ কার্তিক ১৪৩১, ২০ অক্টোবর ২০২৪, ১৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৪
রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১ ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর শেরেবাংলা নগর থানার চন্দ্রিমা উদ্যানের সামনের রাস্তায় মোটরসাইকেলের ধাক্কায় সিরাজুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।  
এতে আহত হয়েছেন মোটরসাইকেলচালক মুকুল (৩০)।

শনিবার (১৯ অক্টোবর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান সিরাজুল।  

নিহত সিরাজুলের স্বজন মিজানুর রহমান জানান, সিরাজুলের বাসা তেজগাঁওয়ের তেজকুনি পাড়ায়। রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় তিনি আহত হয়েছিলেন। সন্ধ্যায় জরুরি বিভাগে মারা গেছেন তিনি। মরদেহ তারা দাফনের জন্য নিয়ে গেছেন।

জানা যায়, সকালে চন্দ্রিমা উদ্যানের সামনে দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন ওই যুবক। এ সময় রাস্তা পার হওয়ার সময় ওই ব্যক্তির সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলসহ ছিটকে পড়ে দুজনেই গুরুতর আহত হন। পথচারীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। মুকুল ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের নিউরোসার্জারি বিভাগে ভর্তি রয়েছেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দিয়েছে শেরেবাংলা নগর থানা পুলিশ।

বাংলাদেশ সময়: ২৩২৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৪
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।