ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় ক্ষুদ্র কুটির শিল্প এবং পণ্যমেলা উদ্বোধন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪
নেত্রকোনায় ক্ষুদ্র কুটির শিল্প এবং পণ্যমেলা উদ্বোধন 

নেত্রকোনা: নেত্রকোনার পুরাতন কালেক্টরেট মাঠে দেশীয় ক্ষুদ্র শিল্পকে মানুষের মাঝে জনপ্রিয় করে তুলতে ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে মাসব্যাপী ক্ষুদ্র কুটির শিল্প ও পণ্যমেলা-২০২৪ উদ্বোধন হয়েছে।

রোববার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবের আয়োজনে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠিত এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বনানী বিশ্বাস।

নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সদস্য সচিব ম. কিবরিয়া চৌধুরী হেলিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।

এসময় অন্য অতিথি ছিলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া তাবাসসুম, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, সদর সার্কেল শিবলী সাদিক ও সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  কাজী শাহনেওয়াজ।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।