ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন জাপানের রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৯, অক্টোবর ২৩, ২০২৪
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন জাপানের রাষ্ট্রদূত

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। বুধবার (২৩ অক্টোবর) ঢাকার জাপান দূতাবাস এমনটি জানায়।

 

দূতাবাস জানায়, দুদিনের সফরে জাপানের রাষ্ট্রদূত উখিয়া বিশেষায়িত হাসপাতাল, সেভ দ্য চিলড্রেন সাইট ও ইউএনএইচসিআর ওয়াশ (পানি, স্যানিটেশন ও হাইজিন) প্রকল্প এলাকা পরিদর্শন করেন।  

এ ছাড়া তিনি টেকনাফের স্থানীয় সম্প্রদায়ের সাথে আলোচনা ও মতবিনিময় করেন। পাশাপাশি তিনি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

জাপানের রাষ্ট্রদূত ষষ্ঠবারের মতো রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। ২০১৭ সালের আগস্টে বিপুল সংখ্যক রোহিঙ্গা আসার পর থেকে জাপান আন্তর্জাতিক সংস্থা এবং এনজিওগুলোর মাধ্যমে কক্সবাজারের পাশাপাশি ভাসানচরে বিভিন্ন উদ্যোগে ২২০ মিলিয়ন ডলারেরও বেশি সহায়তা দিয়েছে।

পরিদর্শন শেষে জাপানের রাষ্ট্রদূত বলেন, কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে এটি আমার ষষ্ঠ সফর। এবার ১৭ আগস্ট ভারী বর্ষণে বন্যায় ক্ষতিগ্রস্ত ক্যাম্পগুলোর বর্তমান পরিস্থিতি দেখলাম। বিধ্বংসী বন্যার কারণে যে ক্ষতি হয়েছে, তা এখনো শরণার্থী শিবিরের মানুষের জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাপান কাজ চালিয়ে যাবে বলেও দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪  
টিআর/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।