ঢাকা, মঙ্গলবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জমি নিয়ে বিরোধে হত্যা, বরিশালে কিশোরকে ৮ বছরের আটকাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
জমি নিয়ে বিরোধে হত্যা, বরিশালে কিশোরকে ৮ বছরের আটকাদেশ

বরিশাল: জমি নিয়ে বিরোধের জের ধরে বাকেরগঞ্জ উপজেলায় হত্যাকাণ্ডের ঘটনায় এক কিশোরকে ৮ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত।

নিহতের নাম মাহমুদুল হাসান সজিব।

তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছিল বলে মামলায় উল্লেখ রয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) বরিশাল শিশু আদালতের বিচারক মো. ইয়ারব হোসেন এ রায় দেন। দণ্ড পাওয়া কিশোরের নাম সুব্রত সরকার (১৫)। সে উপজেলার ছোট পুইয়াউটা গ্রামের পরিমল সরকারের ছেলে। পলাতক অবস্থায় তার বিরুদ্ধে রায় ঘোষণা হয়।

মামলার বরাত দিয়ে বেঞ্চ সহকারী কাজী হুমায়ুন কবির বলেন, জমি নিয়ে বিরোধের জেরে ২০১৯ সালের ২২ ডিসেম্বর বিবাদ হয়। এ সময় প্রতিপক্ষ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে সজিবকে গুরুতর আহত করে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় ২২ ফেব্রুয়ারি নিহত সজিবের বাবা আ. রাজ্জাক বেপারী বাদী হয়ে নামধারী ১০ জনসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় মামলায় করেন।

বাকেরগঞ্জ থানার পরিদর্শক মো. মমিনউদ্দিন ২০২০ সালের ২৮ জুন একমাত্র সুব্রতকে আসামি করে আদালতে চার্জশিট জমা দেন। বিচারক ৮ জনের সাক্ষ্য নিয়ে রায় ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
এমএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।