ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় যুবদল নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪
কুমিল্লায় যুবদল নেতা গ্রেপ্তার কামাল হোসেন

কুমিল্লা: কুমিল্লার বুড়িচংয়ে কামাল হোসেন নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনীর একটি দল।  

শুক্রবার (২৫ অক্টোবর) উপজেলার জগতপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার কামাল বুড়িচং সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। তিনি স্থানীয়ভাবে ফেন্সি কামাল নামে পরিচিত। তার আগে দেলোয়ার হোসেন ও সারদুল ইসলাম নামে দুই মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়। সে সময় ২১০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই যুবদল নেতাকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, শুক্রবার ভোরে ২১০টি ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। পরে তাদের জিজ্ঞাসাবাদে আটকরা জানান- ‘কামাল হোসেন নামে একজনের কাছ থেকে মাদক সংগ্রহ করেছেন। ’ পরে যৌথবাহিনী কামালকেও গ্রেপ্তার করে।  

কামালের বিরুদ্ধে আগে মাদকের একাধিক মামলা রয়েছে বলেও জানা তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।