ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জামালপুরে শিয়ালের কামড়ে নারীসহ আহত ৭ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৪
জামালপুরে শিয়ালের কামড়ে নারীসহ আহত ৭ 

জামালপুর: জামালপুরের সরিষাবাড়ীতে শিয়ালের কামড়ে নারীসহ সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।  

সোমবার (২৮ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার রবিউল ইসলাম।

 

এর আগে রোববার সন্ধ্যায় উপজেলার মহাদান ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটেছে। এর পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

আহতরা হলেন- পারভেজ মিয়া (২১), সেলিম রেজা (৪৫), কাঞ্চন মিয়া (৩০), সাপে বারিক (৪৫), রশিদ খান (৬০), মরিয়ম বেগম (৬০) ও শোভন মিয়া (১৪)। আহতরা সবাই উপজেলার মহাদান ইউনিয়ন এলাকার বাসিন্দা। তাবে হাসাপাতালে চিকিৎসা নিয়ে সবাই নিজ নিজ বাড়ি চলে গেছে।  

স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে কয়েকটি শিয়াল রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। এর মধ্যে একটি শিয়াল হঠাৎ মানুষের ওপর আক্রমণ করতে শুরু করে। পরে একজন নারীসহ সাতজনকে কামড় দিয়ে আহত করে। আহতদের মুখ-পা সহ শরীরের বিভিন্ন স্থানে কামড়ের চিহ্ন রয়েছে।  

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার রবিউল ইসলাম বলেন, রোববার সন্ধ্যায় শিয়ালের কামড়ে আহত হয়ে সাতজন রোগী চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে চারজন চিকিৎসা নিয়ে বাড়িতে চলে যান। বাকি তিনজনের অবস্থা গুরুতর আহত হওয়ায় তাদের জামালপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। সেখান থেকে চিকিৎসা নিয়ে তারাও বাড়ি চলে যান।  

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।