ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজনৈতিক কারণেই ডা. কাজেম আলী খুন, দাবি চিকিৎসক নেতাদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
রাজনৈতিক কারণেই ডা. কাজেম আলী খুন, দাবি চিকিৎসক নেতাদের সংবাদ সম্মেলন।

রাজশাহী: ‘রাজনৈতিক কারণে’ রাজশাহীর স্বনামধন্য চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কাজেম আলী আহমেদকে খুন করা হয়েছে বলে আবারও দাবি করা হয়েছে। আর এই খুনের ঘটনায় রাষ্ট্রযন্ত্র এবং রাজনৈতিক মহল জড়িত বলেও দাবি করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে চিকিৎসক নেতারা এই দাবি জানান।  

রামেক শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ন্যাশনাল ডক্টরস ফোরাম রাজশাহীর সাধারণ সম্পাদক ও রাজশাহী মেডিকেল কলেজের রিউমাটলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. এম মুর্শেদ জামান মিঞা।  

এ সময় ডক্টরস অ্যসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রাজশাহীর সভাপতি প্রফেসর ডা. ওয়াসিম হোসেন, ন্যাশনাল ডক্টরস ফোরাম রাজশাহীর সভাপতি প্রফেসর ডা. কাজী মহিউদ্দিন আহমেদ, নিহত ডা. কাজেম আলীর ঘনিষ্ঠ বন্ধু ডা. জাহাঙ্গীর হোসেনসহ রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ডা. এম মুর্শেদ জামান মিঞা বলেন, গত বছরের ২৯ অক্টোবর মহানগরীর বর্ণালী মোড়ে ডা. কাজেম আলী নির্মম ও নৃশংসভাবে খুন করা হয়। বিনয়ী ও সদালাপী মানুষ ছিলেন তিনি। ব্যক্তিগত কারণে তিনি খুন হননি। রাজনৈতিক কারণে তাকে খুন করা হয়েছে। মামলার এখনো কোনো অগ্রগতি নেই। খুনের বিচার নিয়ে তারা খুবই শঙ্কিত।  

ওই খুনের ঘটনার পর থেকে সাধারণ চিকিৎকরা এখনো আতঙ্কে রয়েছেন বলেও জানান।

তিনি বলেন, ঘটনাটি সিসিটিভি ফুটেজ কাট করে নেওয়া হয়েছে। ওখানকার আগে-পরের ফুটেজ আছে। তবে ওই সময়ের কোনো ফুটেজ নেই। স্থানীয় দোকানদার জানিয়েছেন, আইন-শৃঙ্খলা বাহিনী ও কয়েকটা এজেন্সি নিয়ে গেছে। এজন্য এরই মধ্যে তারা (চিকিৎসকরা) তাদের (পুলিশ) সাথে যোগাযোগও করেছেন। একাধিকবার সংশ্লিষ্টদের (পুলিশ কর্মকর্তাদের) বলেছেন যে, আপনারা (পুলিশ) তো অপরাধীদের ধরতে পারেন। কিন্তু এরপরও তারা ধরছেনা না!

ডা. মুর্শেদ জামান মিঞা বলেন, নরমাল খুনিরা এভাবে মারতে পারে না। তারা পেশাদার কিলার ছিল। নির্বাচনের পূর্ব মুহূর্তে ঘটনা ঘটল। অর্থাৎ নির্বাচনী পরিবেশ তৈরির জন্য এটা করা হয়। চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের দুইজন লোক এর প্রতিবাদ জানিয়েছিলেন। তাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে।

এ সময় ডা. কাজেম খুনের ঘটনায় রাষ্ট্রযন্ত্র এবং রাজনৈতিক মহল জড়িত বলেও দাবি করেন ডা. মুর্শেদ।  

তিনি বলেন, ডা. কাজেম পলিটিক্যাল কারণে খুন হয়েছে। ওই সময় তাদেরও বলা হয়েছিল যে, ‘আপনারা নিরাপত্তা নিয়ে চলেন। ’ তাই তখন তারাও গানম্যান নিয়ে চলা ফেরা করেন।

সংবাদ সম্মেলনে চিকিৎসক নেতারা বলেন, ওই সময় রংপুরেও একজন চেয়ারম্যান খুন হন। ডা. কাজেম খুন সুপরিকল্পিত, ঠান্ডা মাথার পরিকল্পনা। ব্যক্তিগত কোনো ঘটনা দায়ী, এটা তাদের কাছে মনে হয়নি। এখনো আতঙ্ক বিরাজ করছে। তবে যে ঘটনায় হোক, মানুষ হিসেবে খুন হয়েছে, কারা করল এটার জানার ও বিচার পাওয়ার অধিকার আছে। চার্জশিটও দেবে না, ঝুলিয়ে রাখবে, এটা হতে পারে না। তারা এখনো কেউ নিরাপদ নন।

এ সময় বিচারের দাবিতে চিকিৎসকরা কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, 'দাবি না মানলে আমরা কর্মবিরতিতে যেতে পারি। তবে আমাদেরকে জনস্বার্থও দেখতে হয়, আবার আমাদের স্বার্থও দেখতে। তাই সাধারণ মানুষের ক্ষতি করতে পারি না। তাই দ্রুত হত্যার রহস্য উদঘাটন, খুনিদের গ্রেপ্তার এবং শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছি। '

এদিকে একই দিন দুপুরে রাজশাহী মেডিকেল কলেজে ডা. কাজেম আলী স্মরণে শোকসভা ও আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।