ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ইয়াবাসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
নারায়ণগঞ্জে ইয়াবাসহ আটক ১

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১।

এ সময় তার কাছ থেকে ২ হাজার ৭৪৫টি ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার (৪ নভেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চেকপোস্টে বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ ওই কারবারিকে আটক করে র‍্যাব।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর মিডিয়া অফিসার (এএসপি) সনদ বড়ুয়া।

আটক কারবারি হলেন- মিছবাহ উদ্দিন রিয়াদ (২০)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই কারবারি জানান, দীর্ঘদিন ধরে চট্টগ্রাম থেকে বাসে করে ইয়াবা এনে নারায়ণগঞ্জ, ঢাকাসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিলেন তিনি। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
এমআরপি/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।