ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূতের নিয়োগ অবৈতনিক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূতের নিয়োগ অবৈতনিক

ঢাকা: প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর নিয়োগ অবৈতনিক হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত নিয়োগ সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে উল্লিখিত নিয়োগের শর্ত  পুনর্বিন্যাস করে সোমবার নতুন প্রজ্ঞাপন জারি করা হয়।

গত ৪ সেপ্টেম্বর তাকে বিশেষ দূত নিয়োগ করা হয়েছিল।

নতুন প্রজ্ঞাপনে বলা হয়, এ নিয়োগ হবে অবৈতনিক। প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত থাকাকালীন তিনি কেবলমাত্র সরকারি কাজে গাড়ি ব্যবহার করতে পারবেন এবং সরকারি ভ্রমণের ক্ষেত্রে নগদ ভাতা গ্রহণ ছাড়া প্রকৃত যাতায়াত ও আবাসন সুবিধা পাবেন।

বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, নভেম্বর ১১,২০২৪
এমআইএইচ/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।