ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

শাহজালাল বিমানবন্দরে ভেঙে পড়ল উড়োজাহাজের দরজা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
শাহজালাল বিমানবন্দরে ভেঙে পড়ল উড়োজাহাজের দরজা ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়েত এয়ারওয়েজের একটি উড়োজাহাজের দরজা ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

যাত্রীদের অন্য একটি ফ্লাইটে কুয়েতে নিয়ে যাওয়া হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত যাত্রীদের বিমানবন্দর থেকে হোটেলে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।  

বুধবার (৬ নভেম্বর) রাত ২টা ২০ মিনিটে বোয়িং ৭৭৭-৩০০ মডেলের উড়োজাহাজটিতে এ ঘটনা ঘটে।

বোর্ডিং ব্রিজ-৬ হঠাৎ নিচে নেমে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিমানবন্দরের একটি সূত্র।

সূত্রটি জানায়, কুয়েত এয়ারওয়েজের কেইউ-২৮৩ ফ্লাইটটি রাত দেড়টায় কুয়েত থেকে যাত্রী নিয়ে ঢাকায় অবতরণ করে। যাত্রীরা ফ্লাইট থেকে নামার পরপরই এর দরজা ভেঙে যায়। এ সময় উড়োজাহাজটির ভেতরে শুধু পাইলট ও কেবিন ক্রুরা ছিলেন।  

উড়োজাহাজের সঙ্গে বোর্ডিং ব্রিজের গ্যাপ থাকে। কিন্তু এই উড়োজাহাজের সঙ্গে বোর্ডিং ব্রিজ লাগানো ছিল বিধায় দুর্ঘটনাটি ঘটেছে দাবি প্রত্যক্ষদর্শীদের।  

কুয়েত এয়ারওয়েজ সূত্র জানিয়েছে, ওই ফ্লাইটের ক্যাপ্টেন ছিলেন কুয়েতের নাগরিক আজবালি মোহাম্মদ। রাত পৌনে ৩ টার দিকে ২৮৪ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে কুয়েতের উদ্দেশ্যে উড়াল দেওয়ার কথা ছিল ফ্লাইটটির। তবে দরজা ভেঙে যাওয়ার পর কুয়েতগামী যাত্রীদের বিমানবন্দরের ওয়েটিং লাউঞ্জে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের হোটেলে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। কুয়েতের আরেকটি ফ্লাইট ঢাকায় এসে তাদের নিয়ে যাবে। এছাড়াও যাদের কুয়েত থেকে কানেক্টিং ফ্লাইট ছিল তাদের বিনামূল্যে স্ব স্ব গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হবে।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪  
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।