ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

করতোয়ায় গোসল করতে নেমে প্রাণ গেল ইন্দোনেশিয়ার নাগরিকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
করতোয়ায় গোসল করতে নেমে প্রাণ গেল ইন্দোনেশিয়ার নাগরিকের

দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় করতোয়া নদীতে গোসল করতে নেমে ফাইজির রহমান (৪৫) নামে ইন্দোনেশিয়ার এক নাগরিকের মৃত্যু হয়েছে।  

বুধবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের জিয়াউর রহমান জানান, ঘোড়াঘাট উপজেলার কুলানন্দপুর এলাকার উত্তরপাড়া জামে মসজিদে কয়েক দিন আগে তাবলিগ জামাতের সঙ্গে এসেছিলেন ফাইজির রহমান। বুধবার সকালে ফাইজিরসহ তাবলিগের তিন-চারজন মুসল্লি নদীতে গোসল করতে নামলে নিখোঁজ হন তিনি। অন্য মুসল্লিরা স্থানীয়দের মাধ্যমে থানা এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধারে অভিযান চালানো হয়। কিন্তু না পাওয়ায় পরে ডুবুরিদলকে খবর দেওয়া হয়। পরে ডুবুরিদল এসে ওই বিদেশি নাগরিককে মৃত অবস্থায় নদী থেকে উদ্ধার করে।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, বিদেশি নাগরিকের মরদেহ উদ্ধার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তাবলিগ জামাতের দায়িত্বশীল ব্যক্তিরা ইন্দোনেশীয় দূতাবাসে যোগাযোগ করছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং দূতাবাসের প্রতিনিধিরা এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।