নড়াইল: নড়াইলে পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় নাশকতাসহ বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ২৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৬ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নড়াইল জেলার চারটি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে নড়াইল সদর থানায় ১০ জন, লোহাগড়া থানায় তিনজন ও নড়াগাতী থানায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে নাশকতা মামলা, নিয়মিত মামলাসহ বিভিন্ন মামলার আসামি রয়েছে।
পুলিশ সুপার (এসপি) কাজী এহসানুল কবীর গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান চলমান থাকবে।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৪
এসআরএস