ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বোয়ালমারীতে পুলিশের বাড়িতে দরজা ভেঙে পিস্তল ঠেকিয়ে ডাকাতির অভিযোগ

ডিস্ট্রিক্ট  করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
বোয়ালমারীতে পুলিশের বাড়িতে দরজা ভেঙে পিস্তল ঠেকিয়ে ডাকাতির অভিযোগ

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) বাড়িতে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে মা ও বোনকে পিস্তল ঠেকিয়ে ডাকাতি করার অভিযোগ উঠেছে।  

বুধবার (৬ নভেম্বর) বিকেলে ওই ডিবি পুলিশের মা কামরুন্নেছা এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এর আগে মঙ্গলবার (৫ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে।  

উপজেলা শেখর ইউনিয়নের দরিসহস্রাইল গ্রামের বাসিন্দা ঢাকা ডিবি পুলিশে কর্মরত এসআই মো. নাসিরুদ্দিন বকুলের (৩৮) বাড়িতে এ ডাকাতি সংঘটিত হয়।  

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ঘরের দরজার হ্যাজবোল্ট (দরজার ছিটকানি) চাপদিয়ে ভেঙে ডাকাত দলের আট-দশজন ডাকাত ঘরে প্রবেশ করে। পরে ডিবি পুলিশের মা কামরুন্নেছার (৬৫), মাথায় পিস্তল ও তার বড় বোন মুন্নি খানমকে (৪০) ছুরি ঠেকিয়ে জিম্মি করে ডাকাতি কার্যক্রম চালায়। প্রায় তিন-চার ঘণ্টা সময় নিয়ে ডাকাতরা ঘরের ভেতরের আসবাবপত্র তল্লাশি চালিয়ে ২ লাখ ১০ হাজার টাকা ও আট-দশ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।

ডিবি পুলিশের মা কামরুন্নেছা বলেন, ‘খাবার খেয়ে রাতে আমি ও আমার মেয়ে দরজার হ্যাজবোল্ট লক ও ছিটকিনি লাগিয়ে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ করে আট-দশজন ডাকাত ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতদের সবার হাতে অস্ত্র ছিল। ডাকাতদের দেখে আমি চিৎকার দিলে, আমার মাথায় পিস্তল ঠেকিয়ে, মেয়ের শয়ন কক্ষে নিয়ে মেয়েকেও জিম্মি করে ডাকাতরা। পরে আমার গলায় থাকা স্বর্ণের চেন ও কানের দুল খুলে নেয়। পরে ঘর তছনছ করে স্বর্ণালংকার টাকা ও রেশনের ১০ কেজি তেল, চিনি, আটা, ফ্রিজ থেকে ১০ কেজি মাংস নিয়ে যায় ডাকাতরা।  

ডিবি পুলিশের ভুক্তভোগী বোন মুন্নি খানম বলেন, আমার ভাই ডিবি পুলিশের এসআই নাছিরুদ্দিন বকুল। ঢাকায় আরেক ভাই বিমান বাহিনীতে চাকরি করেন। বাড়িতে আমি ও আমার মা থাকি। ডাকাতরা আমার মাকে পিস্তল ঠেকিয়ে আমার রুমে এনে আমাকেও জিম্মি করে। পরে আমার গলায় থাকা স্বর্ণের চেন, কানের দুল ভয় দেখিয়ে ছিনিয়ে নেয়। সে সময় ডাকাতরা আসবাবপত্র তছনছ করে মায়ের ক্যান্সার চিকিৎসার ২ লাখ ১০ হাজার টাকা ও আমার স্বর্ণের সাড়ে ৩ ভরি ওজনের সীতাহার, ৩ ভরি ২ রতি ওজনের স্বর্ণের চুর, পাঁচ জোড়া স্বর্ণের দুল, ও তিনটি চেন নিয়ে যায় ডাকাতরা। তারা ১০ জনের মতো ছিল।

বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. মজিবর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এটা চুরির ঘটনা। এখনও কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।