ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সড়কের পাশে পড়ে আছে ১০ ব্যাগ বোমাসদৃশ বস্তু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
সড়কের পাশে পড়ে আছে ১০ ব্যাগ বোমাসদৃশ বস্তু

শরীয়তপুর: শরীয়তপুরের ডামুড্যাতে একটি সড়কের পাশে ১০ ব্যাগ বোমাসদৃশ বস্তু পড়ে রয়েছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

 

সোমবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ধানকাটি ইউনিয়নের উত্তর আকালবরিশ এলাকায় এ ব্যাগগুলো পড়ে থাকতে দেখা যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে ডামুড্যা উপজেলার উত্তর আকালবরিশ গ্রামে সড়কের পাশে ১০টি হাতব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এসময় একটি ব্যাগের ভেতরে বেশ কিছু বোমাসদৃশ বস্তু দেখে পুলিশে খবর দেন তারা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ ও সেনাবাহিনী। এদিকে বোমা শনাক্ত ও উদ্ধারে ঘটনাস্থলে রওনা দিয়েছে সেনাবাহিনী ও পুলিশ বোমা নিষ্ক্রিয়কারী দল।

এ ব্যাপারে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান বলেন, এই এলাকাটি (ডামুড্যা উপজেলার আকালবরিশ গ্রামের) পার্শ্ববর্তী মাদারীপুর জেলার কালকিনি সীমান্ত এলাকা। গতকাল রাতে সেখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল। সেখানে পুলিশ এলাকাটি ঘিরে রেখেছিল। ফলে তারা কালকিনি থানায় সংঘর্ষ করতে যেতে পারেনি, তাই ককটেল সাদৃশ্য ১০টি ব্যাগ এখানে ফেলে গিয়েছিলে।  

তিনি আরও বলেন, আপাতত আমরা (পুলিশ ও সেনাবাহিনী) এই ১০টি ব্যাগ কার্টন করে রেখেছি। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। বোমা নিষ্ক্রিয়কারী দল রওনা দিয়েছে। এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।