ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

আবারও সিলেটে বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
আবারও সিলেটে বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ 

সিলেট: সিলেট সীমান্তে আবারও শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় চোরাই পণ্য আটক করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) সিলেট সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার প্রতাবপুর ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তে চোরাচালানবিরোধী পৃথক অভিযানে এ পণ্য জব্দ করা হয়।



বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজিবির সূত্র জানায়, অভিযানে ভারতীয় শাড়ি ৪০৩ পিস, সানগ্লাস ২ হাজার ৪১ পিসসহ অবৈধভাবে পাথর উত্তোলনকারী তিনটি নৌকাসহ অন্যান্য ভারতীয় পণ্য জব্দ করা হয়। এসব পণ্যের বাজারমূল্য আনুমানিক ৬৪ লাখ ২৪ হাজার ২৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, জব্দ করা ভারতীয় চোরাচালানের মালামাল স্থানীয় কাস্টমসে জমা দেওয়া হবে।

এর আগে রোববার (১০ নভেম্বর) সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বিজিবির চোরাচালানবিরোধী অভিযানে সিলেট জেলার সীমান্ত এলাকা থেকে ভারতীয় শাড়ি ৪১৮ পিস, লেহেঙ্গা ৩৮ পিস, জুতা ৪১২ জোড়া, কম্বল পাঁচ পিস, সাবান ১১০ পিস, মদ ৮৮ বোতল, রসুন ৬০ কেজি, দুটি ট্রলি ও অবৈধ পাথর উত্তোলন কাজে ব্যবহৃত ছয়টি নৌকাসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়।

এ পণ্যের বাজারমূল্য আনুমানিক এক কোটি ২১ লাখ ৭২ হাজার ২শ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।