গাজীপুর: টিএনজেড গ্রুপের পোশাক কারখানার শ্রমিকদের একটি পক্ষ ফের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে। সরকারের পক্ষ থেকে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস পেয়ে ছেড়ে দেওয়ার দুই ঘণ্টা পর ফের তারা অবরোধ শুরু করে।
বেতন পরিশোধের দাবিতে টানা ৫৪ ঘণ্টা অবরোধ চালিয়ে যাওয়ার পর সোমবার (১১ নভেম্বর) দুপুর পৌনে তিনটার দিকে আন্দোলনকারীরা অবরোধ তুলে নিয়েছিলেন। কিন্তু এর এক ঘণ্টা পরই আন্দোলনকারীদের একটি পক্ষ ফের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।
যে আশ্বাস তাদের দেওয়া হয়েছে, তারা সেটি মানতে চাচ্ছে না। শ্রমিকদের দাবি, বেতন পরিশোধের বিষয়টি সম্পূর্ণরূপে সুরাহা না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক উত্তর) বিমল চন্দ্র বর্মণ জানান, টানা ৫৪ ঘণ্টা অবরোধ চালিয়ে যাওয়ার পর শ্রমিকরা বিকেলের দিকে অবরোধ তুলে নিয়েছিল। কিন্তু ১ ঘণ্টা পর একটি পক্ষ ফের সড়কে নেমে আসে। তাদের দাবি, পাওনা নিয়ে আলোচনা করতে যাওয়া প্রতিনিধি দল ঢাকা থেকে ফিরে না আসা পর্যন্ত শ্রমিকরা অবরোধ চালিয়ে যাবে
বলে জানিয়েছে। তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অবরোধের ফলে যানজট সৃষ্টি হয়েছে। সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়েছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী রয়েছে।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, আগামী রোববারের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করা হবে সরকারের পক্ষ থেকে এমন আশ্বাস ও শ্রমিকদের একটি প্রতিনিধি দল ঢাকা ঢাকায় আলোচনায় অংশ নিতে রওনা হওয়ায় শ্রমিকরা রাস্তা ছেড়ে যাচ্ছিল। কিছু শ্রমিকের একটি পক্ষ মহাসড়ক ছাড়তে অস্বীকৃতি জানায়। কিছু সময় পর তারা আবার অবরোধ করে। পুলিশ ও সেনাবাহিনী তাদের ধাওয়া দিলে ওই পক্ষ মহাসড়ক ছেড়ে চলে যায়। সেনাসদস্যরা চলে গেলে বিকেল সাড়ে ৪টার দিকে তারা ফের অবরোধ করে। প্রতিনিধি দল ঢাকা থেকে না ফেরা পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবে বলে দাবি করেছে।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
আরএস/এমজে