ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে বর্জ্য দিয়ে মাছ-মুরগির খাদ্য তৈরি, প্রশাসনের অভিযান

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
সাভারে বর্জ্য দিয়ে মাছ-মুরগির খাদ্য তৈরি, প্রশাসনের অভিযান

সাভার (ঢাকা): ঢাকার সাভারে পরিবেশ দূষণ করে অবৈধভাবে ট্যানারির বর্জ্য পুড়িয়ে মাছ ও মুরগির খাদ্য তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেছেন সাভার উপজেলা প্রশাসন।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হলমার্কের ভেতরের পরিত্যক্ত জায়গার ওই    কারখানায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাসেল ইসলাম নূর।

এলাকাবাসীর বরাত দিয়ে তিনি বাংলানিউজকে বলেন, ওই এলাকায় ট্যানারির বিষাক্ত বর্জ্য রাতের আঁধারে পুড়িয়ে মাছ ও মুরগির খাদ্য তৈরি করে আসছিল কয়েকজন ব্যক্তি। তারা উচ্চমাত্রার ক্রোমিয়ামযুক্ত পরিত্যক্ত চামড়া দিয়ে মুরগির খাবার তৈরি করছেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগের ভিত্তিতে আজ সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ট্যানারের বর্জ্য পুড়িয়ে খাদ্য তৈরীর কয়েকটি মেশিন ভেঙ্গে ফেলা হয় ও ট্যানারির বর্জ্য আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, অভিযানের খবর পেয়ে কারখানার কর্মকর্তা কর্মচারীরা দ্রুত পালিয়ে যায়। এ কারখানার মালিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ সাভার মডেল থানার পুলিশ সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।