ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

জমি নিয়ে বিরোধ

মাদারীপুরে দুইবোনকে লাঠিপেটা, মামলা নিতে পুলিশের গড়িমসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
মাদারীপুরে দুইবোনকে লাঠিপেটা, মামলা নিতে পুলিশের গড়িমসি

মাদারীপুর: মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুইবোনকে প্রকাশ্যে লাঠিপেটার অভিযোগ উঠেছে প্রতিবেশী দুইভাইয়ের বিরুদ্ধে।  

মারপিটের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

থানায় আইনগত সহায়তার জন্য এলে মামলা নিচ্ছে না পুলিশ জানায় ভুক্তভোগীর পরিবার।  

এ ঘটনায় রোববার (১৭ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর পরিবারের সদস্যরা।

জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খোয়াজপুর গ্রামের আবুল কাশেম মোল্লার সঙ্গে প্রতিবেশী অ্যাডভোকেট ফরহাদ মোল্লার (৪০) জমি নিয়ে বিরোধ চলছিল। গত শুক্রবার সকালে বিরোধপূর্ণ জমিতে আবুল কাশেম চাষাবাদের জন্য গেলে তার সঙ্গে কথা কাটাকাটি হয় ও হাতাহাতির ঘটনা ঘটে প্রতিপক্ষের।  

পরে আবুল কাশেম মোল্লার দুই মেয়ে রেশমা আক্তার (২৭) ও তার বড়বোন আশমা আক্তার (৩৮) বিষয়টি জানতে গেলে তাদের ওপর চড়াও হয় ফরহাদ ও তার ছোটভাই হুমায়ুন মোল্লা (২৫)। একপর্যায়ে দুইবোনকে লাঠিসোঁটা দিয়ে বেদম মারধর করে অভিযুক্ত দুইভাই। পরে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।  

এদিকে মারপিটের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গত দুইদিন অভিযুক্তদের বিরুদ্ধে থানায় গিয়েও মামলা রেকর্ড করাতে পারেনি ভুক্তভোগীর পরিবার। পরে রোববার সকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করলে বিচারক সাজিদুল হাসান চৌধুরী তদন্ত শেষে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে রিপোর্ট প্রদানের নির্দেশ দেন।  

এদিকে মুঠোফোনে এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত দুইভাই। তাদের দাবি, হাতাহাতি হলেও মারপিট করা হয়নি কাউকে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ ব্যাপারে আইনি  ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।