ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কড়াইল বস্তিতে যৌথবাহিনীর অভিযান, আটক ৯

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
কড়াইল বস্তিতে যৌথবাহিনীর অভিযান, আটক ৯

ঢাকা: রাজধানীর কড়াইল বস্তি এলাকায় অভিযান চালিয়েছে যৌথবাহিনী। অভিযানে ৯ জন শীর্ষ ও মামলাভুক্ত মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আইএসপিআর জানায়, সোমবার ( ১৮ নভেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের নেতৃত্বে সুনির্দিষ্ট তথ্যর ভিত্তিতে কড়াইল বস্তি এলাকায় যৌথবাহিনীর অভিযান পরিচলনা করে ৯ জন শীর্ষ ও মামলাভুক্ত মাদক কারবারিকে আটক করা হয়।

এ সময় তল্লাশি অভিযান পরিচালনার মাধ্যমে বেশ কিছু পরিমাণ হেরোইন ও মাদক কারবারিদের অবৈধ অর্থ উদ্ধার করা হয়।

অভিযানের পর উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও অবৈধ অর্থসহ আটকদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
এমইউএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।