ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিকের সঙ্গে অশোভন আচরণ, গাড়ি তুলে দিয়ে হত্যার চেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
সাংবাদিকের সঙ্গে অশোভন আচরণ, গাড়ি তুলে দিয়ে হত্যার চেষ্টা অভিযুক্ত চালক

ঢাকা: অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ২৪ডটকমের সাংবাদিক মোহাম্মদ ইফফাত শরীফ শুভর ওপর মাইক্রোবাস তুলে দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে এক চালকের বিরুদ্ধে। সাংবাদিক ইফফাত রমনা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

সোমবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পেশাগত দায়িত্ব পালনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাওয়ার সময় রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির সামনের মোড়ে সাংবাদিকের মোটরসাইকেলকে চাপা দেন ওই চালক।

ভুক্তভোগী সাংবাদিক মোহাম্মদ ইফফাত শরীফ শুভ জানান, এ ঘটনায় তিনি বাঁ পায়ে ব্যথা পেয়েছেন এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সকালে পেশাগত দায়িত্ব পালনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাচ্ছিলেন সাংবাদিক ইফফাত। সকাল সাড়ে ৯টায় সেগুনবাগিচার শিল্পকলা একাডেমি ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সামনের মোড়ে এলে সেখানে তীব্র যানজট দেখতে পান তিনি।  

কিছুক্ষণ অপেক্ষার পর একটু ফাঁক পেলে তিনি দুটি গাড়ির মাঝখান দিয়ে পার হয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন একটি হাইয়েস মাইক্রোবাস তার মোটরসাইকেলকে পাশ থেকে ধাক্কা দেয় এবং মোটরসাইকেলের সামনের অংশে কিছুটা চাপা দিয়ে স্থির হয়ে থাকে।  

তখন ঘটনাটিকে নিছকই দুর্ঘটনা মনে করে ভুক্তভোগী সাংবাদিক ইফফাত মাইক্রোবাসের চালককে তার গাড়িটি পেছনে নিতে বলেন। কিন্তু চালক তার গাড়িটি পেছনে না নিয়ে উল্টো ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেন।

এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে চালককে ধমক দিলে তিনি মাইক্রোবাস পেছনে নেন। তখন ভুক্তভোগী সাংবাদিকের সঙ্গে কিছুটা বাগবিতণ্ডা হয় ওই চালকের। তখন ওই গাড়িচালক ফোনে কয়েকজনকে আসতে বলেন।  

একপর্যায়ে ভুক্তভোগী ইফফাত পেশাগত দায়িত্বপালনে দেরি হওয়ায় সেখান থেকে চলে যেতে মোটরসাইকেলে উঠলে ওই চালক আবার তাকে দুই-তিনবার ধাক্কা দেন এবং চাপা দেওয়ার চেষ্টা করেন।  

তখন সাংবাদিক ইফফাত শরীফ গাড়ির ধাক্কায় পায়ে ব্যথা পান এবং তার মোটরসাইকেলের সামনে অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে ওই চালক গাড়িসহ অন্য সড়ক দিয়ে দ্রুত পালিয়ে যান।

ইফফাত শরীফের ধারণা করেন, তাকে হত্যার উদ্দেশ্যেই ওই চালক তাকে চাপা দিয়ে ঘটনাস্থল ছেড়েছেন। এ ঘটনায় তিনি সামান্য আহত হলেও বিষয়টি নিয়ে হতভম্ব হয়ে পড়েন।

তিনি বলেন, প্রথমবার ধাক্কা দেওয়ার পর আমি এটিকে দুর্ঘটনাই মনে করেছিলাম। আমি মোটরসাইকেলসহ পড়ে যাচ্ছিলাম। তখন গাড়িটি পেছনে নিতে চালককে অনুরোধ করি। কিন্তু তিনি গাড়ি পেছনে না নিয়ে আমাকে বলে, ‘তুই ঢুকছস ক্যান?’ এরপর আশপাশের মানুষ এগিয়ে এলে তিনি গাড়ি পেছনে নিতে বাধ্য হন।  

এমন কাজ কেন করেছেন, তা ওই চালকের কাছে জানতে চাইলে তিনি উল্টো সাংবাদিক ইফফাতের সঙ্গে অশোভন আচরণ করেন। ইফফাত বলেন, পরে আমি মোটরসাইকেল নিয়ে আমার কাজে চলে যেতে চাইলে সেই গাড়িচালক আরও কয়েকবার আমাকে ধাক্কা দেন। এ কারণে এখন মনে হচ্ছে, তিনি আমাকে হত্যার উদ্দেশ্যে এ কাণ্ড ঘটিয়েছেন।

এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক ইফফাত শরীফ শুভ রমনা থানায় একটি লিখিত অভিযোগ দেন। তবে ওই গাড়িচালকের নাম-পরিচয় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি।  

ইফফাত শরীফ শুভ বলেন, ঘটনাস্থলের পাশের এক চা-বিক্রেতা বলেছেন ওই চালকের নাম দেলু। তিনি পাশেরই একটি সরকারি প্রতিষ্ঠানের (১২তলা ভবন) গাড়ির চালক। তবে সেই প্রতিষ্ঠানের নাম ওই চা-বিক্রেতা বলতে পারেননি।

এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুকের কাছে লিখিত অভিযোগ নিয়ে গেলে তিনি বিষয়টি দেখার আশ্বাস দেন। গোলাম ফারুক বাংলানিউজকে বলেন, আমরা বিআরটিএর মাধ্যমে গাড়ির মালিকানা যাচাই করে চালককে ধরব। প্রয়োজনে ওই চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
এসসি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।