ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

আন্দোলনে আহত ইমরান গাজীর পাশে জেলা প্রশাসক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
আন্দোলনে আহত ইমরান গাজীর পাশে জেলা প্রশাসক 

বরিশাল: বরিশালে ছাত্র আন্দোলনে আহত মো. ইমরান গাজীর পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন।  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ জুলাই হাতেম আলী কলেজ সংলগ্ন চৌমাথা এলাকায় আন্দোলনরত অবস্থায় রাবার বুলেটে আহত হন দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ইমরান গাজী।

 

সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সাগরদী এলাকায় আক্কেল আলী সড়কের ভাড়া বাসায় আহত ইমরান গাজীকে দেখতে যান বরিশালের ডিসি দেলোয়ার হোসেন। এ সময় তিনি ইমরানের আহত হওয়ার ঘটনা শোনেন ও তার পরিবারকে সমবেদনা জানান। পাশাপাশি জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ইমরানের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করেন ডিসি দেলোয়ার।  

এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের বরিশাল বিভাগের পরিচালক শাহ মো. রফিকুল ইসলাম, বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহাবুব উল্লাহ মজুমদারসহ ছাত্র প্রতিনিধিরা।  

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।