ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস গ্রেপ্তার

কক্সবাজার: সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারী (পিএস) ফিরোজ ভুঁইয়াকে গ্রেপ্তার করেছে কক্সবাজার জেলা পুলিশ।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে হোটেল দ্য কক্সটুডের একটি কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজারের হোটেল দ্য কক্সটুডেতে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ ভুঁইয়াকে গ্রেপ্তার করা হয়।  তিনি রূপগঞ্জ থানায় হত্যাসহ বেশ কয়েকটি মামলার এজাহারভুক্ত আসামি।

তিনি আরও জানান, কক্সবাজারের আইনি কার্যক্রম শেষে তাকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।