ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

পান ব্যবসার আড়ালে ইয়াবা পাচার, ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
পান ব্যবসার আড়ালে ইয়াবা পাচার, ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর সূত্রাপুরে অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তারের নাম ওসমান গনি (৩৬)।

তিনি পান ব্যবসার আড়ালে ইয়াবা পাচার করতেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসির ঢাকা মেট্রো দক্ষিণ কার্যালয়ের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ।

তিনি জানান, সোমবার (১৮ অক্টোবর) সূত্রাপুরের ৩৪ বিকে দাস রোড এলাকায় অভিযান চালিয়ে ওসমান গাজীকে গ্রেপ্তার করা হয়। তিনি কক্সবাজারের হ্নীলার মাদক ব্যবসায়ী। তার কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিএনসির ঢাকা মেট্রো দক্ষিণ কার্যালয়ের সূত্রাপুর সার্কেলের পরিদর্শক মো. হাবিবুর রহমান।

সুব্রত সরকার শুভ বলেন, গ্রেপ্তার ওসমান গাজীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি হ্নীলায় পান ব্যবসার পাশাপাশি কুখ্যাত মাদক ব্যবসায়ী মিজানুর রহমানের সহযোগী। পেটে করে ঢাকায় ইয়াবা নিয়ে আসেন। প্রতি চালানে দুই হাজার পিস ইয়াবা নিয়ে এলে তিনি ৩০ হাজার টাকা করে পান। ইতোপূর্বে ঢাকার জেনেভা ক্যাম্পসহ বিভিন্ন স্থানে ইয়াবা পৌঁছে দিয়েছেন তিনি।

গ্রেপ্তার ওসমান গাজীর বিরুদ্ধে সূত্রাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে আগেও মাদক মামলা  ছিল।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
এসসি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।