গাজীপুর: বকেয়া বেতন ও বাস চাপায় শ্রমিক মারা গেছেন এমন খবরে গাজীপুরের জিরানী ও চক্রবর্তী এলাকায় বিক্ষোভ ও অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে চন্দ্রা-নবীনগর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বুধবার (২০ নভেম্বর) সকাল থেকে এ বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।
কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের সারাব এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে রাখেন। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এক পর্যায়ে তাদের বেতন পরিশোধের আশ্বাস পেলে শ্রমিকরা দুপুর পৌনে ২টার দিকে অবরোধ প্রত্যাহার করে সড়ক থেকে চলে যান। পরে যানবাহন চলাচল স্বাভাবিক।
এদিকে জিরানী এলাকায় হামিম গ্রুপের দ্যাটস ইট নিট লিমিটেড কারখানার শ্রমিকরা সকালে কাজে যাচ্ছিলেন। এ সময় চন্দ্রা-নবীনগর সড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় পাঁচ থেকে ছয়জন শ্রমিক আহত হন। পরে আহত শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়। এর মধ্যে এক শ্রমিক মারা গেছেন এমন খবরে শ্রমিকরা উত্তেজিত হয়ে বিক্ষোভ ও চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করেন। পরে খবর পেয়ে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন।
গাজীপুর মেট্রোপলিটনের কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সকাল থেকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে তারা চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করেন। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর আশ্বাসে দুপুর পৌনে ২টার দিকে তারা অবরোধ প্রত্যাহার করেন। পরে যান চলাচল স্বাভাবিক।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
আরএস/আরআইএস