ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে দুইজনের অস্বাভাবিক মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
রাজধানীতে দুইজনের অস্বাভাবিক মৃত্যু

ঢাকা: রাজধানীতে পৃথক ঘটনায় গেন্ডারিয়া ও ফকিরাপুলে দুইজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে৷ তারা হলেন-অর্নব দাস (২৩) ও রাকিব (৩৪)। তারা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় অর্নবকে আর মঙ্গলবার রাতে রাকিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত অর্নবের বাবা সুশান্ত দাস জানান, অর্নব পেশায় বেকার৷ গেন্ডারিয়া ঋষিপাড়া এলাকায় পরিবারের সঙ্গে থাকে সে। সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে মনোমালিন্য করে নিজ বাসার ২য় তলার ছাদে রডের সঙ্গে কাপড় পেচিঁয়ে গলায় ফাঁস দেয় সে। দেখতে পেয়ে গুরুতর অবস্থায় স্বজনারা ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসেন। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে সন্ধ্যা ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, মৃত রাকিবের মামাতো ভাই আব্দুল সালাম জানান, রাকিবের বাড়ি শরিয়তপুরের পালং থানার পোড়াকান্দি গ্রামে। ঢাকায় ফকিরাপুল কোমড় গলিতে থাকতেন। তিনি পেশায় গাড়িচালক। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ওই বাসায় ফ্যানের সঙ্গে ওড়ানা পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিন। দেখতে পেয়ে স্বজনারা উদ্ধার করে মঙ্গলবার রাত ২টার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০০২৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।