ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে থানা থেকে লুণ্ঠিত রাইফেল উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
আড়াইহাজারে থানা থেকে লুণ্ঠিত রাইফেল উদ্ধার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি চাইনিজ রাইফেল উদ্ধার করেছে।

শনিবার (২৩ নভেম্বর) উপজেলার খাগকান্দা ইউনিয়নের নয়নাবাদ এলাকার থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শনিবার দুপুরে নয়নাবাদ ব্রিজের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ৭ পয়েন্ট ৬২ এমএম চাইনিজ রাইফলেটি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা অস্ত্রটি থানা থেকে লুণ্ঠিত। তবে এটি কোন থানার তা বলা যাচ্ছে না। এ নিয়ে তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।