ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে বেপরোয়া সিএনজি কেড়ে নিল গৃহবধূর প্রাণ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
আড়াইহাজারে বেপরোয়া সিএনজি কেড়ে নিল গৃহবধূর প্রাণ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি বেপরোয়া গতির সিএনজিচালিত অটোরিকশার ভেতরে হঠাৎ রডের সঙ্গে ধাক্কা খেয়ে রুবি বেগম (৪৫) নামে এক গৃহবধূ মারা গেছেন।

শনিবার (২৩ নভেম্বর) বিকেলে ভুলতা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের কালিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুবি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার দশদোনা এলাকার আব্দুল করিম মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে রুবি বেগম নিজ বাড়ির যাওয়ার উদ্দেশে ভুলতা থেকে সিএনজি করে বিশনন্দী যাচ্ছিলেন। চালক হেলাল উদ্দিন শুরুতে বেপরোয়া গতিতে তার সিএনজি চালালে ওই নারী তাকে বারবার সর্তকতার সঙ্গে আরও কম গতিতে চালালোর অনুরোধ করেন। কিন্তু চালক তার কথায় কোনো কর্ণপাত না করে গতি আরও বাড়িয়ে দেয়। ভুলতা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের কালিবাড়ি এলাকায় সিএনজি অটো পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে চালক থামানো চেষ্টা করলে রুবি রডে হোচট খেয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর জখম হয়। এ সময় তার মাথা থেকে রক্তক্ষরণ শুরু হয়। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ লোকজন সিএনজি অটো চালক হেলালউদ্দিনকে (৩০) আটক করে যান চলাচল বন্ধ করে দেয়। এতে কালাবাড়িবাড়ি এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন ঘরমুখো যাত্রী সাধারণ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। স্থানীয় লোকজন সিএনজি অটো চালক হেলাল উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।