ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

উত্তরায় চেকপোস্টে ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
উত্তরায় চেকপোস্টে ইয়াবাসহ মাদক কারবারি আটক

ঢাকা: রাজধানীর উত্তরায় আব্দুল্লাহপুরে পুলিশের বিশেষ চেকপোস্ট চলাকালে ৯ হাজার ৬০০ ইয়াবাসহ মাদক কারবারি মো. সরোয়ার কামাল (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ডিএমপির উত্তরা-পূর্ব থানা পুলিশ।

শনিবার (২৩ নভেম্বর)ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সন্ধ্যায় আব্দুল্লাহপুরে পুলিশের বিশেষ চেকপোস্ট চলাকালে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায়, উত্তরায় আব্দুল্লাহপুরে ডিএমপির উত্তরা বিভাগের বিশেষ চেকপোস্ট কার্যক্রম চলছিল। চেকপোস্ট চলাকালে সন্দেহভাজন সরোয়ার কামালের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৯ হাজার ৬০০ ইয়াবা উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার মাদক কারবারি সরোয়ার ইয়াবাগুলো ৫০টি নীল রঙের এয়ার টাইট জিপার পলিথিন প্যাকেটে রক্ষিত অবস্থায় ব্যাগে করে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল।

পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেপ্তার সরোয়ার কামালের বিরুদ্ধে কক্সবাজারের উখিয়া থানায় একটি মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে। উত্তরা-পূর্ব থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪ 
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।