ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মতিঝিলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
মতিঝিলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

ঢাকা: রাজধানীর মতিঝিলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৪টায় মতিঝিলের এজিবি কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—রাশেদুল ইসলাম ওরফে রাইস্যা ওরফে বাবু (২৪), মো. নাইম (২৩) ও মনির হোসেন মঞ্জু (২৮)। এ সময় সময় তাদের কাছ থেকে তিনটি ধারালো চাকু উদ্ধার করা হয়।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

মতিঝিল থানা সূত্রের বরাত দিয়ে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মতিঝিল এজিবি কলোনি এলাকার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে রাত সাড়ে ৪টায় মতিঝিল থানার টহল পুলিশের দল অভিযান চালায়। অভিযানে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, তারা ঘটনাস্থলসহ আশেপাশের এলাকায় ডাকাতি করার জন্য সমবেত হয়ে প্রস্তুতি নিচ্ছিলেন।

এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে মতিঝিল থানায় নিয়মিত মামলা হয়েছে। এ ছাড়াও আসামিদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ০২২৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
এমএমআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।