ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

লাভেলো কাপ আর্মড ফোর্সেস ডে গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
লাভেলো কাপ আর্মড ফোর্সেস ডে গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

ঢাকা: আর্মি গলফ ক্লাব, ঢাকা সেনানিবাসে শনিবার (২৩ নভেম্বর) লাভেলো কাপ আর্মড ফোর্সেস ডে গলফ টুর্নামেন্ট-২০২৪ এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি উপস্থিত সবার উদ্দেশে বক্তব্য দেন। তিনি এ ধরনের প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং এই আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

এই টুর্নামেন্টে সর্বমোট ৭৮৪ জন গলফার অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে মেজর মো. নাজমুল হক মাদল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

এ ছাড়াও, ভেটেরান বিভাগে ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাসুদ (অব.), সিনিয়র বিভাগে লেফটেন্যান্ট জেনারেল মো. সফিকুর রহমান (অব.), লেডিস বিভাগে মিসেস শায়লা আহসান এবং জুনিয়র বিভাগে মাস্টার মেহনান তাসিন রহমান বিজয়ী হওয়ার কৃতিত্ব অর্জন করেন।

সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, আর্মি গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, কার্যনির্বাহী কমিটির সদস্য, খেলোয়াড় ও গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০২৩৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।