ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রিয়াদে শেষ হলো ‘বাংলাদেশ উৎসব’

তৌহিদুর রহমান, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
রিয়াদে শেষ হলো ‘বাংলাদেশ উৎসব’ সৌদি আরবের রিয়াদে প্রবাসীদের জন্য আয়োজিত ‘বাংলাদেশ উৎসব’। ছবি: ডি এইচ বাদল

রিয়াদ থেকে: সৌদি আরবের রিয়াদে প্রবাসী বাংলাদেশিদের জন্য আয়োজিত ‘বাংলাদেশ উৎসব’ শনিবার (২৩ নভেম্বর) শেষ হয়েছে।

রিয়াদের আল-সুওয়াইদি পার্কে বাংলাদেশ উৎসবের সমাপনী দিনে বেশ কয়েকজন শিল্পী নাচ-গান পরিবেশন করেন।

উৎসবের শেষ দিনে অনুষ্ঠান পরিচালনা করেন রুহানী সালসাবিল ও রাব্বী। শনিবার রাতে গান পরিবেশনা করেন শিল্পী সাবরীনা পড়শী ও বর্ণমালা শিল্পী গোষ্ঠী। এছাড়া ডিজে সোনিকা, ইমরান খান, মেহেরীন মেরী, সজীব দাশ বিভিন্ন পর্বে নাচ ও গান পরিবেশন করেন।

মঞ্চে উঠার আগে শিল্পী সাবরীনা পড়শী মিডিয়া সেন্টারে সাংবাদিকদের বলেন, প্রথম বার সৌদি আরব এসেছি। এখানে এসে লাখ লাখ প্রবাসী বাংলাদেশিদের দেখে খুব ভালো লাগছে। এ উৎসবের যারা আয়োজন করেছে, তাদের আমি ধন্যবাদ জানাই।

এবারের বাংলাদেশ উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি পার্কে মেলারও আয়োজন ছিল। মেলায় বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার ও পোশাক প্রদর্শনীর আয়োজনও করা হয়।

সৌদি আরবের রিয়াদে প্রবাসী বাংলাদেশিদের জন্য ২০ নভেম্বর থেকে শুরু হয় ‘বাংলাদেশ উৎসব’।  সৌদি আরবের ভিশন- ২০৩০ লক্ষ্য অর্জনের জন্য দেশটির মিডিয়া মন্ত্রণালয় ‘জীবনের গুণমান’ কর্মসূচির অংশ হিসেবে ‘গ্লোবাল হারমনি’ ইনিশিয়েটিভ চালু করেছে। এ উদ্যোগের অংশ হিসেবে সৌদির মিডিয়া মন্ত্রণালয় ও সাধারণ বিনোদন কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে এ  ইভেন্টের আয়োজন করে।

গ্লোবাল হারমনি উদ্যোগে এ বছর ১৩টি দেশের সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ,  ভারত, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ইয়েমেন, সুদান, সিরিয়া প্রভৃতি দেশ এবার এ ইভেন্টে  অংশ নিচ্ছে। ৪৫ দিন ধরে চলা এ উৎসবে বিভিন্ন ইভেন্ট উপস্থাপন করা হচ্ছে। গত ২০ নভেম্বর বাংলাদেশ উৎসব উদ্বোধন করা হয়।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
টিআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।