ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বসিলা তিন রাস্তার মোড় ব্যাটারি রিকশাচালকদের দখলে

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
বসিলা তিন রাস্তার মোড় ব্যাটারি রিকশাচালকদের দখলে

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর বসিলা তিন রাস্তা মোড়ে ব্যাটারিচালিত রিকশার চালকরা তাদের পূর্বের দাবিদাওয়া বাস্তবায়ন নিয়ে আবারও সড়ক অবরোধ করে রেখেছেন।  

রবিবার (২৪ নভেম্বর) সকাল থেকে রাজধানীর মোহাম্মদপুর-বছিলা তিন রাস্তামোড় অবরোধ করে তারা বিক্ষোভ করছেন।

 

বসিলার তিন রাস্তার মোড় অবরোধ করার কারণে চতুর্দিক দিকে যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন অনেক মানুষ।  

মোহাম্মদপুর থানার (ইন্সপেক্টর তদন্ত) হাফিজুর রহমান বাংলানিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।  

এর আগে যাত্রাবাড়ী এবং প্রেসক্লাবের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষভ করে ব্যাটারিচালিত রিকশার চালকরা।  

ব্যাটারিচালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার করাসহ ১১ দফা দাবিতে রোববার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় ‘রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নে’র ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়কে গণঅবস্থান নেন ব্যাটারি রিকশাচালকরা। এরআগে সকাল সাড়ে ১০টার দিকে ব্যাটারিচালিত রিকশার চালকরা কাজলার দিক থেকে মিছিল নিয়ে যাত্রাবাড়ী মোড়ে আসেন এবং অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
এজেডএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।