ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আন্তঃবাহিনী ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
আন্তঃবাহিনী ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন

ঢাকা: বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি কুর্মিটোলার ভলিবল মাঠে অনুষ্ঠিত হয়েছে আন্তঃবাহিনী ভলিবল প্রতিযোগিতা ২০২৪।

রোববার (২৪ নভেম্বর) এ উদ্বোধনী অনুষ্ঠান হয়।

সহকারী নৌ-বাহিনী প্রধান (লজিস্টিকস) রিয়ার অ্যাডমিরাল মো. জহির উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন।

প্রথম দিনের খেলায় বাংলাদেশ সেনাবাহিনী দল ৩-১ সেটে বাংলাদেশ বিমান বাহিনী দলকে পরাজিত করে। এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌ-বাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনী অংশগ্রহণ করছে।

অনুষ্ঠানে সেনাবাহিনী, নৌ-বাহিনী ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্য পদবীর সদস্য উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
এমইউএম/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।