ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ভ্রাম্যমাণ আদালতের খবরে বন্ধ হলো দোকানপাট, জরিমানা ১১ হাজার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
ভ্রাম্যমাণ আদালতের খবরে বন্ধ হলো দোকানপাট, জরিমানা ১১ হাজার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে গোপালদী পৌরসভার গোপালদী বাজারে অভিযান চালিয়ে দুই দোকানকে ১১ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৪ নভেম্বর) বিকেলে অভিযান শুরু হলে অভিযানের খবর পেয়ে পুরো বাজারের প্রায় সব দোকান বন্ধ করে পালিয়ে যান দোকানিরা।

অভিযানে মুসলিম সুইটস নামে একটি দোকানকে ১ হাজার ও কবির স্টোরকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভীন বীথির নেতৃতে অভিযানে আরও উপস্থিত ছিলেন গোপালদী তদন্ত কেন্দ্রে উপ-পরিদর্শক আতিকুর রহমান, প্রকৌশলী ইব্রাহীম ও পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুর রহমান।

অভিযান চলাকালীন অন্তত অর্ধশতাধিক দোকানকে সতর্ক করা হয়। দ্রব্যমূল্য টানানো, ভেজাল না দেওয়া, অতিরিক্ত মূল্য আদায় না করা ও মেয়াদোত্তীর্ণ কোনো পণ্য বিক্রি না করতে সতর্ক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভীন বীথি জানান, দ্রব্যমূল্য না টানানো, অতিরিক্ত দাম নেওয়া ও ভেজাল বিক্রি বন্ধে তাদের সতর্ক ও অভিযান পরিচালনা করা হয়। অভিযান অব্যহত থাকবে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।