ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজার কারাগারে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
মৌলভীবাজার কারাগারে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ

মৌলভীবাজার: সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মৌলভীবাজার জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে।  

রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় তাকে মৌলভীবাজার কারাগারে হস্তান্তর করা হয়।

মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন বলেন, আমাদের প্রোটেকশন টিম গিয়েছিল, আমরা সে অনুযায়ী তাকে জেল হাজতে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করেছি।  

মৌলভীবাজার জেল সুপার মোহাম্মদ মুজিবুর রহমান মজুমদার জানান, শ্রীমঙ্গলের একটি মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদকে আগামী ২৭ নভেম্বর মৌলভীবাজার আদালতে হাজির করা হবে।

প্রসঙ্গত, জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসন থেকে আব্দুস শহীদ সাত বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

গত ৩ অক্টোবর দিনগত রাতে আব্দুস শহীদের ঢাকার উত্তরার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
বিবিবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।