ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

শিবচরে ইসকনের অফিস গুটিয়ে নিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
শিবচরে ইসকনের অফিস গুটিয়ে নিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচর থেকে ইসকনের অফিস গুটিয়ে নিতে ২৪ ঘণ্টা সময় দিয়েছে স্থানীয় আলেম সমাজ ও সাধারণ মানুষ।  

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে শিবচর পৌর এলাকার সোনালী মার্কেটে ইসকনের অফিসসহ দেশের সকল ইসকনের অফিস ২৪ ঘণ্টার মধ্যে গুটিয়ে নিতে আল্টিমেটাম দেন তারা।

 

জানা গেছে, দীর্ঘদিন ধরেই শিবচরের টিঅ্যান্ডটি রোড এলাকার সোনালী মার্কেটে অফিস নিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে ইসকন। চট্টগ্রামে আইনজীবিকে হত্যার প্রতিবাদে মাদারীপুর জেলার শিবচরে ইসকনের অফিস গুড়িয়ে দেওয়ার চেষ্টা করেন আলেম সমাজ। এসময় পুলিশ প্রশাসনের সাথে আলোচনা করে ২৪ ঘণ্টা সময় দেন। এরই মধ্যে ইসকনের সদস্যদের অফিস ত্যাগসহ সকল কার্যক্রম বন্ধ করার দাবি জানান। নির্ধারিত সময়ের মধ্যে অফিস গুটিয়ে না হলে কঠোর পদক্ষেপ নেয়া হবে বলে হুঁশিয়ারি দেন আলেম সমাজের লোকজন।

দেখা গেছে, টিঅ্যান্ডটি মোড় এলাকায় ইসকন অনুমোদিত শ্রী শ্রী রাধারমন নামহট্ট মন্দিরের একটি সাইনবোর্ডসহ অফিস রয়েছে। বুধবার দুপুরে আলেমসমাজ ও সাধারণ মানুষ সাইনবোর্ডটি খুলে ফেলে।

এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমাদ বলেন, আমরা জানতে পেরেছি শিবচরে ইসকনের অফিস আছে। এখানে তাদের সদস্যরা থাকেন। এখান থেকে নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় তারা। এর বিরোধিতা আমরা আগে থেকেও করে আসছি। আমরা শান্তিকামী মানুষ এখানে অবস্থান নিয়েছি। তবে পুলিশ প্রশাসন আমাদের কাছে ৩০ মিনিটের সময় চেয়েছেন। আমরা আশা করব নির্ধারিত সময়ের মধ্যেই ইসকনের অফিস বন্ধ করা এবং এই সন্ত্রাসী সংগঠনের সদস্যদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, আমরা সময় দিয়েছি। এরই মধ্যে শিবচরে ইসকনের সকল কার্যক্রম, অফিস বন্ধ করে তাদের চলে যেতে হবে। তা নাহলে আমরা শান্তিকামী মানুষদের সাথে নিয়ে ওইসকল জায়গায় অবস্থান নেব।

জানতে চাইলে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মোকতার হোসেন জানান, শিবচরে ইসকনের একটা অফিস আছে। আলেম সমাজের লোকজন এসেছিল। ইসকনের ৩ জন লোক ছিল। তাদের বাড়ি শরিয়তপুর। তাদের চলে যেতে বললে, তারা চলে যায়। অপ্রীতিকর কিছু ঘটেনি।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।