ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৪
ভোলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত প্রতীকী ছবি

ভোলা: ভোলায় সড়ক দুর্ঘটনায় মো. ইমন (১৬) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ভোলা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের পরাণগঞ্জ বাজার চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ইমন সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের মীরবাড়ী ব্রিজ সংলগ্ন প্রবাসী মো. রফিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় পরাণগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষার্থী।  

স্থানীয়রা জানান, ইমন মোটরসাইকেল চালিয়ে ভেদুরিয়া রোড থেকে পরাণগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল। পথে পরাণগঞ্জ বাজার চত্বরে এলে একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। এ সময় ইমন সড়কে ছিটকে পড়লে ট্রাকচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পরপরই ট্রাকচালক ও তার সহকারী (হেলপার) ট্রাকটি ফেলেই পালিয়ে যান।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাইন পারভেজ বলেন, ইমনের মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ রয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রেখেছে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।