ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ঘন কুয়াশা: নবীগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৪
ঘন কুয়াশা: নবীগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২ ফাইল ছবি

হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঘন কুয়াশার কারণে চলন্ত ট্রাকের পেছনে বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন।

 

রোববার (৮ ডিসেম্বর) ভোরে উপজেলার কান্দিগাঁও এলাকায় নাঈমা ফিলিং স্টেশনের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- বাস কন্ডাক্টর ও নরসিংদী সদরের বাসিন্দা আবুল কালাম সরকারের ছেলে শ্রাবণ মিয়া সরকার (২৪)। নিহত অপরজন বাসে যাত্রী। পরিচয় না পাওয়ায় তার মরদেহ দাফনের জন্য আঞ্জুমানে মুফিদুল ইসলামে হস্তান্তর করেছে হাইওয়ে পুলিশ।

শেরপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হাদিউল ইসলাম জানান, রোববার ভোরে সিলেট থেকে যাত্রী নিয়ে লিমন পরিবহনের একটি বাস ঢাকা যাচ্ছিল। বাসটি কান্দিগাঁও এলাকায় এলে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বালু বোঝাই একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বাসের কন্ডাক্টর এবং এক যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন অন্তত ১০ যাত্রী। এদের মধ্যে গুরুতর আহতাবস্থায় দুজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিস, গোপলার বাজার তদন্ত কেন্দ্র ও শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে।  

নিহত বাসযাত্রীর পরিচয় পাওয়া যায়নি বিধায় তার মরদেহ দাফনের জন্য আঞ্জুমানে মুফিদুল ইসলামে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এসআই হাদিউল।  

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।