ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় সূর্যের দেখা নেই, শীতে জবুথবু জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
বগুড়ায় সূর্যের দেখা নেই, শীতে জবুথবু জীবন

বগুড়া: দুপুর হয়ে গেলেও ঘন কুয়াশায় সূর্যের দেখা মিলছে না বগুড়ায়। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল থেকে সড়ক-মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন।

এদিন জেলায় বাতাসের আর্দ্রতা ৯২ শতাংশ। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। উত্তরের হিমেল বাতাস আর কনকনে শীতে জবুথবু জনজীবন।

শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে শহরের ফুটপাতসহ মার্কেটগুলোতে গরম কাপড়ের দোকানে ভিড় বেড়েছে। সব শ্রেণি-পেশার মানুষ প্রয়োজন অনুযায়ী গরম পোশাক কিনছেন।

আবহাওয়া অফিস বলছে, আগামী দুই-তিন দিনে তাপমাত্রা আরও কমে যেতে পারে। এমনকি বগুড়ার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।

বগুড়া আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আবদুর রহমান জানান, উত্তরের হিমেল বাতাসে শীত বেড়েছে। মঙ্গলবার বগুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুই থেকে তিন দিনে তাপমাত্রা আরও কমে যেতে পারে।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।