ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহাদাত, সা. সম্পাদক দিদার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহাদাত, সা. সম্পাদক দিদার

ফেনী: ফেনীতে কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন ফেনী রিপোর্টার্স ইউনিটির ২০২৫ সালের কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দৈনিক নয়াদিগন্ত ফেনী অফিসের স্টাফ রিপোর্টার, বাসস ফেনী সংবাদদাতা ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন পঞ্চমবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন।

দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক হয়েছেন এটিএন নিউজের ফেনী প্রতিনিধি ও দৈনিক ফেনীর নির্বাহী সম্পাদক দিদারুল আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার পিপি মেজবাহ উদ্দিন খাঁন বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন।  

তিনি জানান, সবকটি পদে একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূর্ণ প্যানেলকে নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের অপর দুই সদস্য হলেন প্রধান শিক্ষক আলমগীর চৌধুরী ও রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তৌহিদুল ইসলাম তুহিন।

কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি মো. মাঈন উদ্দিন (দৈনিক স্টারলাইন), যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক (ইনকিলাব) ও নুর উল্লাহ কায়সার (বণিক বার্তা), কোষাধ্যক্ষ তোফাফেল আহমদ নিলয় (দেশটিভি/ খবরের কাগজ), দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম (সাপ্তাহিক নিহারিকা), প্রচার সম্পাদক আলাউদ্দিন (আমার কাগজ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান (ঢাকা প্রতিদিন) ও প্রশিক্ষণ সম্পাদক মো. শফি উল্যাহ রিপন (দেশ রুপান্তর ও ইউএনবি), নির্বাহী সদস্য শুকদেব নাথ তপন (ভোরের কাগজ), আরিফুল আমিন রিজভী (দৈনিক ফেনী), এনামুল হক পাটোয়ারী (নয়াপয়গাম), কিশান মোশাররফ (ফেনীর সময়), নুর তানজিলা রহমান (সাপ্তাহিক স্বদেশ কণ্ঠ)।

প্রসঙ্গত, ফেনী জেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন ফেনী রিপোর্টার্স ইউনিটি প্রতিষ্ঠার ১৫ বছরে পদার্পণ করেছে। ২০১০ সালে সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে পেশাগত দক্ষতা বাড়ানো, মর্যাদা প্রতিষ্ঠা করে আসছে সংগঠনটি। বর্তমানে জেলায় পেশাদার সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন এটি।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
এসএইচডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।